শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ণ

আমি সিনেমা ছেড়ে না দিলে অনেকেই কাজই পেত না: বাপ্পি

২৭ ডিসেম্বর, ২০২৩ ৭:১১:৩৩

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অভিযানের নাম অপারেশন জ্যাকপট। বিষয়টি বড়পর্দায় উঠে আসেছে। ‘অপারেশন জ্যাকপট’ নামে নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতা সংগ্রামের এ ইতিহাস।

এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢালিউড অভিনেতা বাপ্পি চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত ছবিটির সঙ্গে নেই তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানিয়েছেন, শর্ত ভঙ্গের অভিযোগে বাদ পড়েছেন বাপ্পি। অন্যদিকে বাপ্পি জানান তিনি নিজেই ছেড়ে দিয়েছেন ছবিটি। এরপর বিষয়টি নিয়ে কথা বলতে নিজের ফেসবুক থেকে লাইভে আসেন বাপ্পি। 

তিনি বলেন, আমাকে মৌখিকভাবে যা বলেছিল বিশ্বাস করেছিলাম। এ কারণে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন স্ক্রিপ্ট পাই তখন মনে হয় কাজটি করা আমার মোটেও উচিত হবে না। এ কারণে সরে আসি। কিন্তু আমাকে বাদ দিয়েছে বলা হচ্ছে। এটা সম্পর্ণ ভুল তথ্য। যারা নিউজ করছেন তারা এভাবে ইয়োলো জার্নালিজম করবেন না। নিউজ করলে দুই পক্ষের সঙ্গে আলাপ করে করুন। একপাক্ষিক নিউজ ঠিক না।

এদিকে দীর্ঘদিন হলো পর্দায় নেই বাপ্পি। বিষয়টি নিয়ে বলেন, দরকার হলে আরও দেরি করব কিন্তু ভালো ছবি ছাড়া করব না। আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। যদি আমি সিনেমাগুলো ছেড়ে না দিতাম অনেকেই কাজ পেত না। তার মানে এই না যে আমি নতুন ছবি পাচ্ছি না। আমি আসলে ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সময় নিচ্ছি। আমাকে অনেকেই ভালোবাসেন, আমি তাদের কোনো হতাশ করতে চাই না।

তিনি আরও বলেন, আমাকে ডাউন করলে ইন্ডাস্ট্রির লোকসান, ইন্ডাস্ট্রি একজন হিরো হারাবে। সিনেমা ইন্ডাস্ট্রি আগাতে হলে বছরে দুটো ছবি হিট হলে চলবে না, বাণিজ্যিক ধাঁচের কমপক্ষে পাঁচ-সাতটি ছবি চলতে হবে। সুতরাং অযথা আমার পিছনে না লেগে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবুন। আমি বিশ্বাস করি, আমাদের বাংলার সিনেমার মার্কেট একদিন হাজার কোটি টাকা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD