নকল খুঁজতে গিয়ে মিলল গাঁজা!

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, নকলের চিরকুট ও গাঁজাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয়েছেন তিন ছাত্র। তাদের মধ্যে দুইজন বহিষ্কার হলেও গাঁজা রাখায় জেলে যেতে হয়েছে এক পরীক্ষার্থীকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় চলাকালীন সময় নকল আছে সন্দেহে এক ছাত্রের প্যান্টের পকেট তল্লাশি করে ২০০ গ্রাম গাজা পাওয়া গেছে। পরে শ্রাবন মোল্লা নামের ওই ছাত্রের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় পরীক্ষায় নকল করার দায়ে আরো দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত শ্রাবন মোল্লা উপজেলার মাহনা এলাকার হিরন মোল্লার ছেলে। সে পাচরুখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী। আর বহিষ্কৃতরা হলেন সলিমউদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও পাচরুখী আনোয়ারা বেগম কলেজের শিক্ষার্থী সাঈদ।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল জানান, বৃহস্পতিবার এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনিসহ উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার ভুলতা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। বেলা সাড়ে ১২ টার দিকে একটি কক্ষ থেকে কয়েকজন ছাত্র বের হয় বাথরুমে যায়। পরে তারা রুমে এসে খাতায় লেখা শুরু করে। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কক্ষে ডিউটিরত শিক্ষককে দিয়ে প্রথমে শ্রাবন মোল্লার সার্ট ও প্যান্টের পকেট তল্লাশি করা হয়। তখন তার পকেটে ২০০ গ্রাম গাজা ও নকল করার জন্য কিছু চিরকুট পাওয়া যায়। এছাড়া পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও সাঈদের কাছ থেকেও নকল করার জন্য আনা কিছু চিরকুট পাওয়া যায়।
এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজাসহ আটক শ্রাবন মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করেন। পাশাপাশি তুর্য ও সাঈদকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত শ্রাবনকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বিকালে পুলিশ তাকে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করেন।
ভিডিও দেখতে ক্লিক করুন: ওয়ানপ্লাসের ‘গ্রিন লাইন’ সমস্যার ফ্রি রিপেয়ার আটকে গেছে শর্তের বেড়াজালে
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য