গুগল ম্যাপের দেখানো পথে গাড়ি নিয়ে নদীতে ২ যুবক
ছবি: ইন্টারনেট
রাস্তা না চেনায় গুগল ম্যাপের সাহায্য নিতে হয়। কিন্তু এই ম্যাপের ওপর কি ভরসা রাখা যায়? ভারতের কেরালায় যা হলো, তারপর হয়তো ভরসা করতেও দ্বিধা চলে আসবে। কেরালায় গুগল ম্যাপের দেখানো রাস্তায় গিয়ে একেবারে নদীতে পড়লেন দুই যুবক।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সম্প্রতি কেরালার কাসারাগদ জেলার একটি এলাকায় এই ঘটনা ঘটে। কর্ণাটকের একটি হাসপাতালে যেতে গাড়িতে করে বের হন ওই দুই ব্যক্তি। গুগল ম্যাপ একটি পথ দেখায়। সেই পথে গিয়ে তারা দেখেন কিছু পানি। একটু এগিয়ে যাওয়ার পর অবাক হয়ে তাকিয়ে দেখেন, এটি আসলে একটি নদী।
রাস্তায় যেতে গিয়েই সন্দেহ হয়েছিল ওই দুই ব্যক্তির। কেননা একটু এগিয়ে যাওয়ার পর তারা একটি সরু রাস্তা দেখতে পান। সেখানে এত বেশি অন্ধকার ছিল যে, তাদেরকে গাড়ির হেডলাইট চালু করতে হয়। পরে দেখেন, তারা পানিতে। আর স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, এটি আসলে নদীর এক পাশ। পানি বেড়ে এই অবস্থা হয়েছে।
সেখানে যাওয়ার পর নদীর স্রোত এসে তাদের গাড়িটি টেনে নিয়ে যাচ্ছিল। অবস্থা বেগতিক দেখে গাড়ি থেকে দ্রুত বের হয়ে যায় দুজন। পরে ফায়ার সার্ভিস সেবায় ফোন করলে তাদের উদ্ধার করা হয়। এ ধরনের ঘটনা কেরালায় নতুন নয়। এর আগে গত মে মাসে কেরালাতেই গুগল ম্যাপের দেখানো পথে চলতে গিয়ে খালে পড়েন একদল পর্যটক। পরে সেই গাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়।
হায়দরাবাদ থেকে চারজনের একটি পর্যটক দল সাউথ কেরালা জেলার কুরুপান্থরার কাছে একটি খালে দুর্ঘটনার শিকার হন। তাঁরা গুগল ম্যাপে দেখানো রাস্তায় চলছিল। কিন্তু ভারী বর্ষণে রাস্তাটি ডুবে যাওয়ায় তারা সেটি চিহ্নিত করতে না পেরে গাড়িটি একটি খালের ওপর দিয়ে চালিয়ে দেয়। এই পর্যটক দলটি কেরালার আলাপ্পুঝায় যাচ্ছিল। গাড়িটি খালে ডুবে যাওয়ার পর ওই চার পর্যটককে উদ্ধার করে পুলিশ। তবে তাদের বাহনটি ডুবে যায়।
গত বছরের অক্টোবরে রাজ্যটিতে দুই তরুণ চিকিৎসক গুগল ম্যাপের দেখানো রাস্তা দিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে নিহত হন। ওই ঘটনার পর বর্ষা মৌসুমে চলাচলের সময় প্রযুক্তি ব্যবহারে সতর্কবার্তা জারি করে কেরালা পুলিশ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য