‘ফ্রি মোশনের’ ফিরোজ হাসানের মা মারা গেছেন

ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অসহায় মানুষকে সহায়তা করে জনপ্রিয়তা পাওয়া ফিরোজ হাসানের মা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুলাই) দুপুরে মায়ের মৃত্যুর সংবাদ নিজেই নিশ্চিত করেছেন ফিরোজ হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মা আমার চিরবিদায় নিয়ে চলে গেলো।’
জানা গেছে, ফিরোজ হাসানের মা গত ২২ জুন মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি চাঁদপুরে ফেরার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা তার মস্তিষ্কে মেজর অপারেশন করেন। প্রায় ১০ দিন আইসিইউতে থাকার পর সোমবার না ফেরার দেশে পাড়ি জমান ফিরোজের মা।
উল্লেখ্য, ফেসবুকের জনপ্রিয় পেইজের নাম ‘ফ্রি মোশন’। মোটরসাইকেলে করে চলার পথে অসহায় মানুষকে সহায়তা করে জনপ্রিয়তা পেয়েছেন পেইজটির মালিক ফিরোজ হাসান। রাস্তায় চলার পথে হঠাৎ করে অসহায়দের মাঝে খাবার কিংবা নগদ টাকা উপহার দেন তিনি। তার টাকার অঙ্কও থাকে অনেক বেশি। তার এই সহায়তার কাজে কখনো কারো থেকে টাকা নেন না তিনি।
ভিডিও দেখতে ক্লিক করুন: পরীমনি কান্ডে চাকরি হারানো কে এই সাকলায়েন ?
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য