সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

ছবি: সংগৃহীত
সাপের কামড়ে প্রান্তি খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। যশোরের শার্শায় ঘটনাটি ঘটে। শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। প্রান্তি উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে ঘরে খাটের কাছে বসেছিল প্রান্তি। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হয়। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন: ওয়ানপ্লাসের ‘গ্রিন লাইন’ সমস্যার ফ্রি রিপেয়ার আটকে গেছে শর্তের বেড়াজালে
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য