আইসিসি থেকে বড় সুসংবাদ পেল সৌম্য-শরিফুল
ভারতে বিশ্বকাপের সময়টা ভালো না কাটলেও পরবর্তী সময়টা দারুণ কাটছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর, তাদের মাঠেই প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়। সাকিব-তামিমহীন বাংলাদেশ জেনো নতুন করে গেজেছে।
এদিকে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ডময় এক সেঞ্চুরি হাঁকান দীর্ঘ দিন পর জাতীয় দলে ফেরা সৌম্য সরকার। ওই ইনিংসের সুবাদে আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগোলেন বাঁহাতি ব্যাটার। বোলিং র্যাঙ্কিংয়ে সৌম্যের মতো বড় লাফ দিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার উন্নতি হয়েছে ২৪ ধাপ।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। গত ২০ ডিসেম্বর নেলসনে ১৫১ বলে ১৬৯ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন সৌম্য।
সেদিন বাংলাদেশ হারলেও সৌম্য ঠিকই ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এটি এশিয়ার কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই সংস্করণের ক্রিকেটে বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি রানের ইনিংসও এটি।
কিউইদের মাঠে এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি হয়েছে সৌম্যের। যদিও তিনি এখনও সেরা ১০০ জনে ঢুকতে পারেননি। তার অবস্থান ১১১ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৪১৬। ২৩ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে নেপিয়ারে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।
কিউইদের মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে এটি ছিল বাংলাদেশ দলের প্রথম জয়। স্মরণীয় জয়ের দিনে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ব্যাটিং র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে আছেন যৌথভাবে ৪৯তম স্থানে। ওয়ানডে সিরিজে ৬ উইকেট নেয়া শরিফুল বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২৪ ধাপ। তিনি অবস্থান করছেন ৩৫ নম্বরে।
এদিকে ওয়ানডেতে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম, বোলিং র্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। বাংলাদেশের সাকিব আল হাসান এই সংস্করণে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য