প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

৩৪ বাচ্চাসহ রাসেলস ভাইপার পিটিয়ে হত্যা

২৭ জুন ২০২৪, ১২:৫৯:৩৬

ছবি : সংগৃহীত

বাদাম ক্ষেত থেকে ৩৪টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বুধবার (২৬ জুন) বি‌কে‌লে মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বি‌কে‌লে জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা গ্রামের কৃষক সাদেক আলী মুন্সি কয়েকজন দিনমজুরসহ বাড়ির পার্শ্ববর্তী নিজের বাদাম ক্ষেতে যায় বাদাম তুলতে। বাদাম তোলার সময় ক্ষেতে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে তারা লাঠি দিয়ে সাপটিকে আঘাত করলে সাপটির পেট ফেটে যায়। এ সময় সাপটির পেট থেকে অসংখ্য বাচ্চা বের হয়ে আসে। পরে স্থানীয় আরও কয়েকজনের সহায়তায় তারা লাঠি দিয়ে পিটিয়ে ৩৪টি বাচ্চাসহ সাপটিকে মেরে ফেলে।

এ ব্যাপারে কৃষক সাদেক আলী মুন্সি জানান, শিবচ‌রে বাদাম ক্ষে‌তে অংসংখ‌্যা রা‌সেলস ভাইপার দেখা যায়। যে কারণে ফসল তুল‌তেই ভয় পাই। আমার ম‌তো অনেক চা‌ষি সা‌পের ভ‌য়ে জ‌মি‌তে যে‌তে চায় না। সরকার‌কে এসব বিষয় নজর দি‌তে অনু‌রোধ কর‌ছি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য