প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শ্বশুরেরও

২৭ জুন ২০২৪, ১:৪২:০৯

ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন সিংড়ায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে আক্কাস আলী (৬০) ও তার পুত্রবধূ লাকি বেগম (৩৫) একই গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট চৌগ্রাম এলাকার মাছ ব্যবসায়ী হামিদুল ইসলাম তার পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক লাইন টানেন। বুধবার সকালে একই এলাকার মোয়াজ্জেম ফকিরের স্ত্রী লাকি বেগম পুকুর পাড়ে গরুর গোবর আনতে যান। ওই সময় সেচপাম্পের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন লাকি।

পরে ঘটনাটি দেখতে পেয়ে লাকি বেগমকে উদ্ধারে তার শ্বশুর এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই শ্বশুর আক্কাস আলী মারা যান। পরে স্থানীয়রা লাকি বেগমকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন: রাসেলস ভাইপার ধরে পুরস্কার পেলেন তিন

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য