প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ

২১ জুন ২০২৪, ১০:৩১:১৩

ছবি: সংগৃহীত

বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে লালমনিরহাট জেলার হাতীবান্ধায় দু-পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকাল ৩টায় উপজেলার রমনিগঞ্জ এলাকার ফেডারেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার বড়খাতা রমনীগঞ্জ এলাকার আব্দুর রহমান (৪৫), তার স্ত্রী সাহিনা আক্তার সাইনা (৪০), তার মেয়ে বিয়ের কনে রুমানা আক্তার লিমা (১৯), ছেলে সাকিল (২২), সাইদের স্ত্রী হালিমা বেগম এবং অপর পক্ষে একই এলাকার আমির আলী (৫৫), রুহুল আমিন (২০), সাইফুল ইসলাম (১৪) ও নজরুল ইসলাম।

এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে ওই গ্রামের আব্দুর রহমানের মেয়ে রুমানা বেগমের বিয়ে উপলক্ষে এলাকাবাসীকে বিয়ের দাওয়াত খাওয়ানো হচ্ছিলো। এ সময় পাশের বাড়ির আমের আলীর বাড়িতে মিলাত মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় আব্দুর রহমান এর ছেলে সাকিল সাউন্ড বক্স বাজিয়ে গান শুনছিল, এ অবস্থায় আমের আলী সাকিলকে বক্স বাজাতে নিষেধ করে। সাকিল তখন আরো জোড়ে বক্স বাজালে প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আমের আলী বলেন, আমাদের বাড়িতে মিলাত মাহফিল চলিতেছিল, আমরা মানা করায় ওরা চড়াও হয়ে মারধর করে। আমাদের ছয় জন আহত হয়েছে।

আব্দুর রহমান বলেন, বাড়িতে আজকে আমার মেয়ের বিয়ে উপলক্ষে বড় ছেলে সাকিল সাউন্ড বক্স বাজাচ্ছিলো। এ অবস্থায় আমের আলীর লোকজন এসে আমার ছেলেকে মারধর করে। আমার মেয়ের বিয়ে বাড়ির প্যান্ডেল ভাঙচুর করে, খাবার দাবার সব ফেলে দেয়। মেয়েসহ পাঁচজন হাতীবান্ধা মেডিকেলে ভর্তি রয়েছি, আমরা এর সুস্থ বিচার চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাবস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন: সঙ্গীতশিল্পী আলী হাসানকে লিগ্যাল নোটিশ

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য