ভূমধ্যসাগরে ডুবে ১১ জনের মৃত্যু, ৩ জন মাদারীপুরের

১৯ জুন ২০২৪, ১১:৫৬:০৯

ছবি: সংগৃহীত

সম্প্রতি ইতালির উদ্দেশে সাগর পথ পাড়ি দিতে গিয়ে ১১ জন ১১ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন বাংলাদেশের মাদারীপুরের। মাদারীপুরের এই ৩ জনসহ ওই ঘটনায় নিহত ১১ জন ডুবে যাওয়া ট্রলারটির ইঞ্জিন রুমে অবস্থান করছিলেন। এরা হচ্ছেন, মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার, সাব্বির এবং তাদেরই বন্ধু আরও একজন। এদের পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্বজনরা। মঙ্গলবার (১৮ জুন) ভূমধ্যসাগরের এ দুর্ঘটনায় ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২৬ শিশুসহ ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। আরোহীরা লিবিয়া হয়ে ইতালি যাবার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিচ্ছিলেন।

জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছান। এর আগেও একবার ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হন তিনি।

নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার জানান, দেশে থাকাকালীন সময়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো আলী। ভাগ্যের চাকা ঘুরাতে আলী লিবিয়ার পথ বেছে নেয়। পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে ইতালি যাত্রা করেন। পরিবারে ৬ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন সংসার চালানো দায় হয়ে পড়বে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য