ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স

ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল। মাত্র ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব পাওয়া গ্যাব্রিয়েল আট্টাল নতুন রেকর্ড গড়েছেন। এর আগে ১৯৮৪ সালে ফ্রাঙ্কোস মিতারেন্ড ৩৭ বছর বয়সে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়েছিলেন। আট্টাল প্রকাশ্যে নিজেকে সমকামী হিসেবে পরিচয় দেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।
এদিকে ২০ মাস দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন এলিজাবেথ বোর্নে। প্রধানমন্ত্রী থাকাকালীন আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হিমশিম খেয়েছেন তিনি।
আগামী জুনে ইউরোপিয়ান সংসদে নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল ফ্রান্সকে নেতৃত্ব দেবেন। ফ্রান্সের রাজনীতিতে গ্যাব্রিয়েল আট্টালের উত্থানটি খুব কম সময়ের মধ্যে হয়েছে। ১০ বছর আগেও ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপরিচিত এক উপদেষ্টা ছিলেন তিনি।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্যাব্রিয়েল আট্টাল ফ্রান্সের ইতিহাসে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে হোটেল ম্যাটিগনোনের (প্রধানমন্ত্রীর দপ্তর) দায়িত্ব নেবেন। ফ্রান্সের নতুন এ প্রধানমন্ত্রীর সমকামী পার্টনার হলেন অপর আইনপ্রণেতা স্টেফানে সেজোর্নে।
গ্যাব্রিয়েল আট্টাল ২০১৭ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে বিতর্কের ক্ষেত্রে বেশ পটু ছিলেন তিনি। আর এ গুণের কারণে ম্যাক্রোঁর নজর কাড়তে সমর্থ হন তিনি। ২৯ বছর বয়সে শিক্ষা মন্ত্রণালয়ে ছোট পদের দায়িত্ব পান তিনি। ২০২০ সাল থেকে ফরাসি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন তিনি। সূত্র: বিবিসি
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য