২ জনের ঈদের সেমাই কিনতে যাওয়ার পথে প্রাণ গেল

দিনাজপুরের বিরামপুরে সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় ইজিবাইকচালকসহ দুজন নিহত হয়েছেন।
সোমবার (১৭ জুন) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পৌর শহরের পূর্ব জগন্নাথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইজিবাইকচালক এনামুল হক (৪২) ও বিরামপুর উপজেলার দিওড় কুয়েতপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে ইজিবাইকযাত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে আজাদ (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা বাড়ি থেকে অটোরিকশায় সেমাই কেনার জন্য বিরামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক দিওড় বটতলীনামকস্থানে পৌঁছালে ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুই জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন:ডাকাতি করতে গিয়ে নারীর সঙ্গে খোশগল্প
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য