সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ণ

কোকের বিজ্ঞাপন করায় অভিনেতাদের বয়কটের ডাক

১১ জুন, ২০২৪ ৫:০৬:৫৮
ছবি: সংগৃহীত

কোমল পানীয় কোকাকোলার নতুন বিজ্ঞাপন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। নতুন করে কোক বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা। সেইসঙ্গে এই বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পীদের বয়কটের ডাক দিচ্ছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। কোকাকোলা বয়কটের পাশাপাশি এই অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন।

অভিনেতা জীবন ও শিমুলের ছবি পোস্ট করে ফয়সাল শেখ আলফি নামের এক ব্যক্তি লিখেছেন, শুধু কোকাকোলা নয় আজকে থেকে এদেরকেও বয়কট করলাম।

অভিনেতা জীবন, শিমুল ও সেন্টুর ছবি পোস্ট করে দেওয়ান শহিদুল নামের এক ব্যক্তি লিখেছেন, কোকাকোলার সাথে সাথে নেতানিয়াহুর রুহানি সন্তানদের বয়কট করুন।’

সাব্বির আহমেদ নামে একজন ফেসবুকে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মার ছবি পোস্ট করে লিখেছেন, ‘বয়কট’ আবারো যুবকদের ইমোশন নিয়ে খেলছে, দেশের যুবসমাজ দের অশিক্ষিত ও মূর্খ ভাবছে তারা। আবার বিনোদনের জায়গায় ও তারাই কেন আমাদের পছন্দ হবে।

মুহাম্মদ আবু বাক্কার নামে একজন পোস্ট দিয়ে লিখেছেন, ব্যক্তিগতভাবে আমি কাজল আরিফিন অমি ও জিয়াউল হক পলাশ ভাইয়ের অনেক বড় একজন ভক্ত ছিলাম। তবে তার টিম-মেট দের এই ধরনের বিজ্ঞানের কারণে তাকে এবং তার টিমের সকল মেম্বারকে বয়কট ঘোষণা করলাম।

এদিকে বিজ্ঞাপনটিতে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখা যাওয়ায় অনেকেই মনে করছেন কাজল আরেফিন অমি এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। যার ফলশ্রুতিতে অনেকেই এই নির্মাতাকে নানা মন্তব্য করছেন। তবে অমি জানালেন ভিন্ন কথা।

অমি জানান, বিজ্ঞাপনের দুই শিল্পীকে দেখে অনেকেই মনে করছেন এটি আমি নির্মাণ করেছি। এমন বিজ্ঞাপন নির্মিত হয়েছে আমি জানতামও না। প্রচারের পরে জানতে পেরেছি। অনেকে আমাকে ভুল বুঝে টেক্সট দিচ্ছেন।

বিষয়টি নিয়ে অমি নিজেই ফেসবুকে লিখেছেন, আমি কখনও বিজ্ঞাপন বানাইনি, আমি নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি, ভবিষ্যতে সিনেমা বানাব।

ভিডিও দেখতে ক্লিক করুন: কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা সমালোচনা!

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD