প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

আইইউবিএটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

৬ জুন ২০২৪, ৭:৪৩:০২

ছবি: সংগৃহীত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি)। বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। আইইউবিএটি এর পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজ (আইআইএসএস) এর আয়োজনে সকাল ১০ টায় সেমিনারটি শুরু হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো অফিসার-ইন-চার্জ এবং ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ। সেমিনারে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি এর পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান। বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন আইইউবিএটি এর কোষাধ্যক্ষ এবং অধ্যাপক সেলিনা নার্গিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডি গ্রুপের মহাব্যবস্থাপক, মোঃ আব্দুল আলীম এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জুবায়ের-আল-মাহমুদ।

সেমিনারে পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইইউবিএটি এর পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী ড. মোঃ শফিকুল ইসলাম এবং ড. ফেরদৌস আহমেদ।

উল্লেখ্য, আইইউবিএটি এর পরিবেশ বিজ্ঞান বিভাগ জাতিয় পরিবেশ মেলায়ও অংশগ্রহন করেছে।
সেমিনারে আইইউবিএটির শিক্ষক শিক্ষার্থীসহ মাইলেসটন কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। আইইউবিএটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন সহযোগী পার্টনার ছিল উইন্ডি গ্রুপ।

দেশের প্রতিটি গ্রামে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দেওয়া লক্ষ্যে ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি প্রতিষ্ঠা করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য