দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাক, হাসপাতালে নিতেই মৃত্যু পুলিশ কর্মকর্তার

সিরাজগঞ্জের কাজিপুরে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আব্দুর রাজ্জাক কাজিপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (০১ জুন) বিকেল ৫টার দিকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ব্যবস্থা গ্রহণের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিকেলে এএসআই আব্দুর রাজ্জাক ওয়ারেন্ট তামিল করছিলেন। এ অবস্থায় তিনি বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাৎক্ষণিক তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছাতেই মৃত্যু হয় তার।
তিনি আরও বলেন, আব্দুর রাজ্জাক পাবনার সুজানগর উপজেলার দুলাই গ্রামের মৃত. ইয়াদ আলীর ছেলে। কাজিপুর থানায় সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন তিনি।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৃণা জানান, ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই আমরা তার ইসিজি করি। তখন তার অবস্থা বেশি ভালো ছিল না। এর কিছুক্ষণ পরেই মারা যান তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য