প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ছয় দিনে ১২৭ মৃত হরিণ সুন্দরবন থেকে উদ্ধার

১ জুন ২০২৪, ১২:০০:৪১

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনে বন্যপ্রাণী মৃতের সংখ্যা বাড়ছেই। সুন্দরবনের বিভিন্ন স্থানে মিলছে মৃত হরিণ ও শূকর।

শুক্রবার (৩১ মে) এ পর্যন্ত ১২৭টি মৃত হরিণ ও ৪টি মৃত বন্য শূকরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া ১৮টি জীবিত হরিণ ও একটি জীবিত অজগর উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত মৃত বন্যপ্রাণীগুলো কটকা, কচিখালী, দুবলা, নীলকমল, আলোরকোল, ডিমের চর, পক্ষীরচর, জ্ঞানপাড়া, শেলার চর এবং বিভিন্ন নদী ও খালে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদী-খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই জোয়ারের উচ্চতা ছিল ১০ থেকে ১২ ফুট। জলোচ্ছ্বাসের ফলে সৃষ্ট জোয়ারের পানি সুন্দরবনের গহিনে বিস্তৃত হয়। এর ফলে হরিণগুলো ভেসে ওঠে, কিন্তু সাঁতরে কূলে উঠতে পারেনি। এ কারণে সেগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য