প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৬ জানুয়ারি ২০২৪, ৯:৩৩:০৪

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় সবাইকে সালাম জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, নির্বাচনের দু’দিন আগে আমি আহ্বান করছি সারা দেশের মানুষকে। নির্বাচনে আপনারা যোগ্য এবং আপনাদের প্রিয় প্রার্থীকে ভোট দেয়ার জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান করছি।

তিনি বলেন, আমরা মনে করি, নির্বাচনই একমাত্র পদ্ধতি। যে পদ্ধতির মাধ্যমে সরকার এবং আপনার প্রার্থীকে নির্বাচিত করে আপনার সংসদে দেখতে পাবেন। সে জন্যই আপনার নৈতিক দায়িত্ব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করা।

তিনি আরো বলেন, আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনি আপনার নৈতিক দায়িত্বটা সঙ্গে সঙ্গে পালন করবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য