ভোটের দিন গণ-কারফিউ পালনের ঘোষণা ১২ দলীয় জোটের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৭ জানুয়ারি, অর্থাৎ ভোটের দিন গণ-কারফিউ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুগপৎ আন্দোলনে শরিক দল ১২ দলীয় জোট। আজ শুক্রবার ৫ জানুয়ারি ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম একথা জানিয়েছেন।
তিনি বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা গণ-কারফিউ ঘোষণা করে ছিলেন। ইনশাআল্লাহ ২০২৪ সালে জনগণের গণ-কারফিউ শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করবে। আগামী রোববার (৭ জানুয়ারি) ১২ দলীয় জোট সকাল-সন্ধ্যা গণ-কারফিউ পালন করবে। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি- আপনারা ঘর থেকে বের হবেন না। ভোট দিতে যাবেন না।
এদিকে ১২ দলীয় জোটের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, নির্বাচন এলেই ভারতীয়রা খুব তৎপর হয়ে উঠে। আন্তর্জাতিক মহলে ভোটার উপস্থিতি সন্তোষজনক দেখাতে গত ১৫ বছর ধরে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় অনুপ্রবেশকারীরা আবারও সক্রিয় হচ্ছে। দেশবাসী সতর্ক থাকুন।
প্রেসক্লাব ও পল্টন এলাকায় নির্বাচন বাতিল, শেখ হাসিনার পদত্যাগ ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে ১২ দলীয় জোটের গণসংযোগ ও পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা এসব কথা বলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য