শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ণ

ট্রাভেল ভ্লগার নাদিরের মা আর নেই

২১ মে, ২০২৪ ১১:৫৭:৩৫
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রাভেল ভ্লগার নাদিরের মা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২০ মে) নাদির তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কথা জানান।

পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নাদির লিখেন, ‘আমার প্রিয় মামনি আর আমাদের মাঝে নেই। দয়া করে আপনারা তাকে আপনাদের দোয়ায় রাখবেন। গত সপ্তাহে তিনি অসুস্থা হয়ে পরলে আমরা ভেবেছিলাম এটি মৌসুমী ফ্লু। আমার বাবাও গত সপ্তাহে সেরে উঠেছেন মৌসুমী ফ্লু থেকে। কিন্তু সব কিছু ঠিক থাকলেও দুইদিন আগে মায়ের কফের সঙ্গে রক্তা যাওয়াতে সে ডাক্তারের শরণাপন্ন হন। এ সময় আমি ইন্দোনেশিয়া ছিলাম।’

তিনি আরও লিখেন, ‘শনিবার সন্ধ্যায় যখন আমি জানতে পারি যে সে সত্যিই অসুস্থ, তখন সে ইতিমধ্যেই আইসিইউতে ভর্তি। মায়ের নিউমোনিয়া ধরা পরে সেই সঙ্গে সাদা রক্ত কণিকার সংখ্যা অনেক কমে যায়। আমি দেশের ফেরার জন্যে দ্রুততম ফ্লাইটটি ধরার আগেই সে আমাদের ছেড়ে চিরদিনের জন্যে চলে যান।’

সবাইকে সতর্ক করে পোস্টের শেষে নাদির লিখেন, ‘যদি আপনাদের মধ্যবয়স্ক কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হন, তাহলে তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন দিবেন।’


নাদিরের জন্ম দিনাজপুরে। পুরো নাম নাদির নিবরাস। জন্ম দিনাজপুরে হলেও মা, বাবা ও বোনসহ ঢাকায় থাকতেন। ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ও এবং এ লেভেল করে ২০১০ সালে নাদির চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে যন্ত্রকৌশলে স্নাতক ও ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। পিএইচডি শুরু করলেও এখন আর শেষ করার ইচ্ছা নেই।

ট্রাভেল ভ্লগ দুনিয়ায় সবাই নাদিরকে ‘নাদির অন দ্য গো’ নামেই চেনেন বেশি। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বাংলা ও ইংরেজি ভ্লগ বানিয়ে এরই মধ্যে তিনি হয়ে উঠেছেন দারুণ জনপ্রিয়। ২০১৬ সালে ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড শুরু করলেও সেটা ছিল নিতান্তই শখের কাজ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD