প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ডিএমপির এডিসি জ্যোতির্ময় সরকার মারা গেছেন

৫ জানুয়ারি ২০২৪, ১০:০৩:৩৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবহন বিভাগে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার মারা গেছেন। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে তাকে অচেতন অবস্থায় রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে সূত্রে জানা গেছে, এডিসি জ্যোতির্ময় সরকার বুধবার রাত দুইটা পর্যন্ত দাপ্তরিক কাজ শেষে রাজধানীর বাংলামোটরের বাসায় যান।

বৃহস্পতিবার সকালে তিনি অফিসে এসে দেহরক্ষীকে বলেন, শরীর ভালো নেই। পরে দুপুরে তিনি বিশ্রাম নেওয়ার কথা বলে বিশ্রামকক্ষে যান। এরপর অনেকক্ষণ হয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেহরক্ষী ও অন্যান্য কর্মকর্তারা তাকে বিশ্রামকক্ষে ডাকতে গিয়ে দেখেন তিনি মেঝেতে পড়ে আছেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জ্যোতির্ময়কে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য