প্রচ্ছদ / প্রবাসে বাংলা / বিস্তারিত
স্পেনে বাংলাদেশি যুবক নিহত
১৩ মে ২০২৪, ১২:৫৫:৩২
ছবি: সংগৃহীত
স্পেনে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৩) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ মে) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, মেহেদীর বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। শনিবার রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পথে জেব্রা ক্রসিংয়ে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের চাচা মুক্তার হোসেন জানান, মেহেদীর মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। এখন মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য