প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ঝড়ে গাছ পড়ে ৫ বছর বয়সী সন্তানসহ মায়ের মৃত্যু

৫ মে ২০২৪, ১:৫৮:৩৫

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরে বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ৫ বছর বয়সী সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শনিবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর হাজিপাড়া ঘোনারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ৯ মাসের স্ত্রী রুপ তারা (৪৬) এবং তার ছেলে তাইজুল ইসলাম (৫)।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বজ্রপাতসহ প্রচণ্ড ঝড় শুরু হলে ঘোনারবাড়ি গ্রামের কৃষক কাইয়ুমের দোচালা টিনের ঘরে ওপর একটি গাছ উপড়ে পড়ে। ঘরের ভেতর থেকে ৯ মাসের অন্তঃসত্ত্বা রুপ তারা এবং তার ছোট ছেলে তাইজুলকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুপ তারার মা আহত হয়েছেন।

করিমগঞ্জের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হেলিম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাতে ঝড়ে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এরা খুবই দরিদ্র পরিবার। মৃতের স্বজনেরা যেন দ্রুত শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়া করছি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য