নিজের পিস্তলের গুলিতে মারা গেলেন কনস্টেবল

২৭ ডিসেম্বর ২০২৩, ৩:৩২:৫০

নিজের ব্যবহার করা পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে মারা গেছেন এক পুলিশ কনস্টেবল। সোমবার (২৫ ডিসেম্বর) ভারতের কলকাতায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নিজের সার্ভিস রিভলবারের গুলিই তার বুকে লেগেছে। ওই পুলিশের নাম তপন পাল, তিনি নিউমার্কেট থানা এলাকার খাদ্যভবনে রিজার্ভ ফোর্সের ব্যারাকের সামনে গুলিবিদ্ধ হন। পরে সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়ে।

তিনি নিজেই গুলি চালিয়েছেন নাকি দুর্ঘটনাবশত গুলি লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে বলছে, তপন আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রের খবরের ভারতীয় সংবাদমাধ্যমকে আরও জানিয়েছে, সোমবার খাদ্যভবনে ওই ব্যারাকের সামনে তপনের বুকে হঠাৎই গুলি লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। আত্মহত্যার কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য