প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

২৫ এপ্রিল ২০২৪, ১১:৫২:৫০

ছবি: সংগৃহীত

দুবাইয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ট্রলির চাপায় হামানিয়া প্রধান বাবু (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১২টা (বাংলাদেশ সময় ২টার দিকে) শহরের দারাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার ভাই মো. দাখেল প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের আবু তাহের প্রধানিয়ার ছেলে বাবু। তিনি বিতারা ইউনিয়ন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিন বছর আগে জীবিকার তাগিদে দুবাইয়ে পাড়ি জমান বাবু।

এদিকে তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাবুর লাশ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় প্রহর গুনছে পরিবার।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য