ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মক্কা-মদিনায়, সতর্কতা মেনে চলার নির্দেশ
ছবি: সংগৃহীত
ইসলাম ধর্মের দুই পবিত্র স্থান সৌদি আরবের মক্কা ও মদিনায় পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। তারা বলছে আগামী সপ্তাহে সপ্তাহে দেশের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় মক্কা ও মদিনায় ৫০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
গালফ নিউজ জানিয়েছে, মক্কা-মদিনা ছাড়াও বাহা, জিজান, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর মে মাসের শুরুতে রিয়াদের দক্ষিণভাগে এবং পূর্ব প্রদেশের পশ্চিমভাগে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে।
আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষকে ওই সময়টায় পূর্ব সতর্কতা মেনে চলতে পরামর্শ দিয়েছে। সংস্থাটির মুখপাত্র হুসেন আল কাহতানি বলেছেন পশ্চিম প্রদেশের মুনিফা শহরে এক ঘণ্টায় ৪২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই কর্মকর্তা জানান, যেসব এলাকায় বৃষ্টিপাত হয়েছে সেটি এপ্রিলের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে গত সপ্তাহে পূর্ব প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়। এর জেরে ওই অঞ্চলে স্বশরীরের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। সেখানে মাঝারি থেকে হালকা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য